Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সেইভ আর্থ বাংলাদেশ পরিবেশ পরামর্শদাতা যুব সংগঠন


সেইভ আর্থ বাংলাদেশ লোগো 


সেইভ আর্থ বাংলাদেশ একটি তরুণ পরিবেশগত পরামর্শদাতা যুব সংগঠন। পরিবেশ ও জলবায়ু মোকাবেলা ২০২১ সালের ৮ সেপ্টেম্বর  তরুণ প্রজন্মের উদ্যাগে নুর মোহাম্মদ হাতে  প্রতিষ্ঠিত হয় সেইভ আর্থ বাংলাদেশ।জলবায়ু পরিবর্তনের মোকাবেলা তরুণ প্রজন্মের এগিয়ে আসার দরকার। জলবায়ু পরিবর্তনর কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এর ফলে সাইক্লোন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ, কুয়াশা, শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দুর্বল অবকাঠামো, সীমিত সম্পদ, অদক্ষ জনবল, বহুমুখী কর্মক্ষেত্রের অভাব অপরিকল্পিত উন্নয়ন চিন্তা সব কিছু মিলে একটার পর একটা দুর্যোগ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানো সব অঞ্চলের সব মানুষের পক্ষে সমানভাবে সম্ভব হয় না। তাই বিশ্বনেতারাসহ সকল যুবসমাজের একত্রে জলবায়ু মোকাবিলা সচেতনতাসহ নানা কায়ক্রম করতে হবে।অকারণে গাছ কাটা বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।সেইভ আর্থ বাংলাদেশ উদ্দেশ্য সকলকে সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা সরকার কাছে দাবি তুলে ধরা। 

 

Post a Comment

0 Comments