Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সেভ ফিউচার বাংলাদেশের

 


 

  'Save Future   Bangladesh'
Environmental & Climate Activist
"Save Future Bangladesh

বিশ্ব উষ্ণয়ানের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং এই দ্বারা অব্যাহত থাকলে ২০৭০ থেকে ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ থেকে ১.৫ মিটার বৃদ্ধি পাবে যা সারা বিশ্বের প্রাণী জগতের জন্য মারাত্মক হুমকি স্বরুপ এবং উপরিউক্ত কারণে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ২০৭০ সাল থেকে ২১০০ সালের মধ্যে বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাবে যার মাধ্যমে ৩ কোটিরও বেশি মানুষ জলবায়ু উদ্বাস্তু হবে ও বাংলাদেশ উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্বাস্তু মানুষেররা অন্য জেলা গুলোতে মানবেতর চাপে শহর গুলো বসবাসের উপযোগীতা হারাবে৷

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় সবগুলো জেলাই প্রবল হুমকিতে আছে যেমন ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কক্সবাজার, খুলনা, বাঘেরহাট, ভৈরব সহ দেশের অনেক জেলাগুলোই নিজেদের অস্তিত্ব সংকটে থাকবে এর মধ্যে সাতক্ষীরা জেলার একেবারেই সমুদ্রের লবন পানিতে তলীয়ে যাবে মানে সাতক্ষীরা জেলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরবে। বাংলাদেশের সামনে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও জলাবদ্ধতা এবং মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এ সকল দুর্যোগে বাংলাদেশের মানুষের জন্য দূর্ভোগ বয়ে আনে।এছাড়াও ইতোমধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষেরা নিয়মিত ভূগছে।

শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সামনের সারিতে থাকলেও ক্ষতিপূরণ আদায়ে এখনও বেশ পিছিয়ে। যেসব দেশের কারণে বাংলাদেশকে এমন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সেই দেশগুলো ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ বরাদ্দ দিচ্ছে না। উপরন্তু বিমা এবং বন্ডভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বোঝায় ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশকেও ঋণের বোঝায় ফালানো হচ্ছে।

এমতাবস্থায় সেভ ফিউচার বাংলাদেশের এক দল তরুণরা বৃক্ষরোপণ কর্মসূচি ও বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে।এছাড়াও তারা রাস্তায় নামছে ধর্মঘট করছে, "জলবায়ুর জন্য এবং ক্ষতিপূরণ আদায় করার জন্য। তারা উন্নয়নশীল দেশের নেতা ও সবুজ জলবায়ু তহবিল কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়ার জন্য তারা কাজ করছে।এছাড়াও বাংলাদেশ সরকার সহ বিশ্ব নেতাদের কাছে আমাদের দাবি বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে এবং জলবায়ু পরিবর্তন রুখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। পৃথিবীকে রক্ষা করুন। "আমরা ভুগছি, ভুগছে গ্রহ।"

এছাড়াও দেশজুড়ে গাছ কাটা, বনাঞ্চল উজাড় ও দখল, বন্যপ্রাণী হত্যা, পাহাড় কাটা ও দখল, নদী দখল ও দূষণ করা হচ্ছে, পরিবেশ ধ্বকর্মকাণ্ড রুখতে সোচ্চার থেক সেভ ফিউচার বাংলাদেশের আন্দোলন করছ
"Save Future Bangladesh" এর এ-যাত্রায় সবাইকে যোগদান করার জন্য আহ্বান করছে।

★ সেইভ ফিউচার বাংলাদেশ এর লক্ষ্য সমূহঃ

★ প্রাকৃতিক দূর্যোগের সময়ে জরুরি সেবা প্রদান করা করা৷

★ পানি, গাছ, বনাঞ্চল, বন্যপ্রাণী, পাহাড়, নদী, উপকূলীয় অঞ্চল, প্লাস্টিক দূষণ এবং বায়ু দূষণ নিয়ে কাজ করা৷

★ এসডিজি ৬, ১৩, ১৪ এবং ১৫ লক্ষ্য মাত্রা অর্জনে কাজ করা।
এসডিজিঃ (৬) নিরাপদ পানি ও স্যানিটেশন
এসডিজিঃ (১৩) জলবায়ু কার্যক্রম
এসডিজিঃ (১৪) জলজ জীবন
এসডিজিঃ (১৫) স্থলজ জীবন

★ দেশজুড়ে গাছ কাটা, বনাঞ্চল উজাড় ও দখল, বন্যপ্রাণী হত্যা, পাহাড় কাটা ও দখল, নদী দখল ও দূষণ করা হচ্ছে। উক্ত কর্মকাণ্ড রুখতে সোচ্চার থাকা এবং রক্ষা করা।

★ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।

★ বাংলাদেশের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা।

★ ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধাদের উৎসর্গ করে বর্তমানে ৩০ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে আরো লাখ লাখ বৃক্ষ রোপণ করা এবং বৃক্ষ রোপণ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা।

★ প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে "জলবায়ু এবং পরিবেশ ক্লাব" গড়ে তোলা।

★ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের এবং জলবায়ু শরনার্থীদের ও উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করা।

সেইভ ফিউচার বাংলাদেশ এর উদ্দেশ্যঃ
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরি করে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের পরিবেশকে রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে বাঁচানো।

ধন্যবাদ৷


Post a Comment

0 Comments